নয়া রূপে বর্ষা

দীর্ঘ ৯ বছরের বেশি সময় পর আলোচিত ‘দিন: দ্য ডে’- সিনেমার মাধ্যমে কোরবানি ঈদে সিনেমা হলে ফিরছেন চিত্রনায়িকা বর্ষা। বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনার সিনেমায় বরাবরের মতো অনন্ত জলিলের বিপরীতে দেখা মিলবে এই নায়িকার। ইতিমধ্যে এ জুটি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সবশেষ তারা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের টিএসসি অডিটরিয়ামে। বর্ষা জানান, এ সিনেমায় একেবারেই নতুন একটা রূপ। যেটি সবাইকে অন্যরকম ভালোলাগা দেবে। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমা আসছে আমার। এখানে আমাকে নতুনভাবেই পাওয়া যাবে। ‘দিন: দ্য ডে’র শুটিং করতে গিয়ে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়েছে বর্ষাকে। সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে এ নায়িকা বলেন, সাড়ে তিন বছর এই ছবির পেছনে শ্রম দিয়েছি।

অনেক কষ্ট করে শুট করেছি। বিশেষ করে ইরানে শুটিং করাটা চ্যালেঞ্জিং ছিল। তাদের ভাষার সঙ্গে ম্যাচ করা, ইরান সম্পর্কে তো সবার ধারণা আছে, ওরা কতটা কনজারভেটিভ মেয়েদের বিষয়ে। তাদের ড্রেসআপ, চলাফেরায় অনেক নিয়ম-কানুন মানতে হয়েছে। আমি অন্য একটি দেশ থেকে গিয়েছি, সিনেমার শিল্পী, নায়িকা তারপরও আমাকে ছাড় দেয়নি কোনো জায়গায়। এছাড়া ট্রেলার, গান দেখলে খেয়াল করবেন জামার হাতাগুলো ছিল বড়। মাথায় কাঁপড় ছিল। ওরা খুব ফ্যাশন সচেতন। সুন্দর সুন্দর ড্রেস পরে। তবে শালীনতা বজায় রেখে। বর্ষা বলেন, ঈদের সময় ঢাকা ও ঢাকার বাইরে যে যেখানে থাকবেন ‘দিন দ্য ডে’ দেখতে হলে যাবেন, তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে।