বাঁশখালীতে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করায় ৫০ হাজার টাকা জরিমানা

বাঁশখালীর সাধনপুরে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করায় এক অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নতুনপাড়া এলাকায় পাহাড় কেটে বাড়ি নির্মাণ করায় মৃত আব্দুল লতিফের পুত্র খোরশেদ আলম(৫১)কে ৫০ হাজার টাকা জরিমানা এবং নির্মাণ সামগ্রী জব্দ করা হয়।

আজ সোমবার(২৭ জুন) বিকালে বাঁশখালী সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।