বাকলিয়ায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোল্লা এন্ড কোম্পানির মালিক আবুল বশর মোল্লাকে দেড় লাখ, হোসেন ফুডের মালিক ফয়েজ উল্যাহকে দুই লাখ টাকা, এসডি প্রোডাক্টের কর্মচারী কিশোর কুমার বৈদ্য ও সাদ্দাম হোসেনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

মোল্লা এন্ড কোম্পানি বিএসটিআইয়ের অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে চুটকি সেমাই, হোসেন ফুড লাচ্চা সেমাই, এগ নুডলস উৎপাদন করছিল। এসডি প্রোডাক্টের দুই কর্মচারী নকল কেমিক্যাল তৈরিতে সহায়তা করেছিল।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো থেকে ৩০ টন ভেজাল জিরা, ৬৫ টন চুটকি সেমাই, ১৫ টন লাচ্চা সেমাই, ৫ টন এগ নুডলস এবং ৭ হাজার লিটার নকল কেমিক্যালসহ যন্ত্রপাতি জব্দ করা হয়। জব্দকৃত আলামত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।