মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে অর্থায়ন করবে না জাপান

মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে অর্থায়ন করবে না জাপান। জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব হিরাহিকো ওনো সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। এরপরই বাংলাদেশ সরকার এই ইউনিটের বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল করেছে বলে বিভিন্ন মিডিয়াকে জানানো হয়েছে। বলা হয়েছে জাপান এ প্রকল্পের অর্থায়ন থেকে সরে আসায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হিকারিকো ওনো সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ইন্দোনেশিয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সহযোগিতা স্থগিত করা হবে বলে জানান। গত বছর জুনে গ্রুপ সেভেনের সম্মেলনে জাপান প্রতিশ্রুতি দেয় যে, তারা তাপবিদ্যুতকেন্দ্রে নতুন করে সহযোগিতা করবে না। এরপরই এই সিদ্ধান্ত জানানো হলো।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মিডিয়াকে বলেন, ‘এটি পুরানো খবর এবং আমরা ইতোমধ্যেই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরে এসেছি। আমরা ইতোমধ্যে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাস্তবায়নের পরিকল্পনা বাতিল করেছি।