চবি উপাচার্যের সাথে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহামের সৌজন্য সাক্ষাৎ

ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা ও কবি আমীরুল আরহাম ২২ জুন ২০২২ দুপুর ১২:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি শাহ জালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দীন, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন, চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ ও চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য অতিথিকে চবি সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, প্রখ্যাত এ চলচ্চিত্র নির্মাতা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় উপাচার্য এ চলচ্চিত্র নির্মাতাকে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।