চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের কাছ থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।জব্দকৃত সোনার ওজন ২ কেজি ৮০০ গ্রাম (২৪০ তোলা)। এ ঘটনায় চীনা নাগরিক ফ্যান রংগুইকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফ্যান রংগুই নামের ওই যাত্রী চট্টগ্রাম পৌঁছেন। তিনি চার্জার লাইটের ভেতর লুকিয়ে এ সব স্বর্ণের বার আনেন বলে জানান কাস্টমের কর্মকর্তারা।
বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) চীনের এই নাগরিক দুবাই থেকে চট্টগ্রামে আসেন। সকাল ৭টা ১০ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। ওই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় চার্জার লাইটে নিষিদ্ধ ধাতব পদার্থ থাকার বিষয়ে সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। এরপর তাকে চ্যালেঞ্জ করা হয়। একপর্যায়ে লাইট ভেঙে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ওজন প্রায় ২৪০ তোলা বা ২ কেজি ৮০০ গ্রাম। স্বর্ণের বারগুলো পাওয়ার পর ওই যাত্রী হঠাৎ দৌড়ে বিমানবন্দরের বাইরে চলে যান। এ সময় কাস্টম কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা মিলে ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপ-কমিশনার।