সরানো হলো এভারেস্টের বেজ ক্যাম্প

 

প্রতিবছর পর্বতারোহণের জন্য প্রায় দেড় হাজার মানুষ এই বেস ক্যাম্প ব্যবহার করে। নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী জানিয়েছেন, বিশ্বউষ্ণায়নের ফলে ক্রমাগত খুম্বু হিমবাহের বরফ গোলে যাচ্ছে। এর ফলে পর্বতারোহীদের ক্যাম্পে ঘুমানোর সময় বরফধসের আতঙ্ক থেকে যায়।

বর্তমানে এভারেস্টের বেশ ক্যাম্পটি ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত। নতুন বেস ক্যাম্পটি সেটির থেকে ২০০ থেকে ৪০০ মিটার নিচে তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই বেস ক্যাম্প স্থানান্তরিত করার প্রস্তুতি শুরু করে হয়েছে, চলছে দফায় দফায় আলোচনা। উল্লেখ্য, ২০১৮ সালে লিডস ইউনিভার্সিটির তরফ থেকে জানায় হয়েছিল, খুম্বু হিমবাহটি প্রতিবছর ৯৫ লাখ কিউবিক মিটার পানি হারাচ্ছে।

বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমালয়ের অন্যান্য হিমবাহের মতো খুম্বু হিমবাহও দ্রুত গলছে এবং পাতলা হয়ে যাচ্ছে।
২০১৮ সালে লিডস ইউনিভার্সিটির গবেষকদের একটি সমীক্ষায় দেখা গেছে, খুম্বু হিমবাহ থেকে প্রতি বছর ৯৫ লাখ ঘনমিটার পানি গলে যাচ্ছে এবং বেজ ক্যাম্পের কাছাকাছি অংশটি প্রতি বছর এক মিটার হারে পাতলা হয়ে যাচ্ছে।