রাউজান কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দিলেন: ফজলে করিম

রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণের জন্য ৫০ লাখ টাকার অনুদান দিয়েছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল সকালে বৌদ্ধ নেতৃবৃন্দ তার সাথে স্বাক্ষাত করতে গেলে তিনি অনুদানের বরাদ্দপত্র প্রদান করেন। এসময় সংসদ সদস্য বলেন রাউজানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে মর্যদার সাথে বসবাস করছেন। সনাতনধর্মীয় লোকজনের জন্য কেন্দ্রীয় মন্দির ও মুসলিমদের করা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। এখন প্রতিষ্ঠা পাবে বৌদ্ধদের কেন্দ্রীয় বিহার। এটি হবে রাউজান পৌরসভার গহিরা ১নং ওয়ার্ডে সত্তার ঘাটের পশ্চিম পার্শ্বে ২০ শতক জায়গার উপর। সংসদ সদস্যের পাথরঘাটাস্থ বাসভবনে এই অনুদানের বরাদ্দপত্র গ্রহন করেন রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ও বিনাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক অংশুমান বড়ুয়া, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খোকন বড়ুয়া, অর্থ সম্পাদক মেম্বার খোকন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জগদীশ বড়ুয়া, সমাজ সেবক খোকন বড়ুয়াসহ বৌদ্ধ ভিক্ষুবৃন্দ