চন্দ্রঘোনা ইউপি নির্বাচনেঃ মিথ্যা অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ

কাপ্তাই প্রতিনিধি:

এক ভোটার কর্তৃক সহকারী প্রিসাইডিং অফিসারকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ জুন) কাপ্তাই উপজেলাধীন ১নং চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে ১নং ওয়ার্ডের নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ওইদিন এক নারী ভোটার মিথ্যা অভিযোগে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে ফাঁসানোর চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার সালেহ আহমেদ বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের জানান, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ইভিএেম ভোট দিচ্ছে বলে অনলাইন নিউজ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যঁ প্রনোদিত। আমি গোপন ভোটকক্ষে যাবার প্রশ্নই আসে না। এদিকে, যার অভিযোগে অনলাইনে সংবাদ প্রকাশ করা হয়েছে সেই কেন্দ্রের ভোটার মরিয়ম আক্তার দুপুরে ওই কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের জানান, আমি নাকি সকাল ১০ টায় কেন্দ্রে দায়িত্বরত সহকারি প্রিসাইডিং অফিসার সালেহ আহামেদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, আমি ভোট কেন্দ্রে নিজে ভোট দিয়ে বের হবার পর অজ্ঞাত নামা দুই তিন জন ব্যক্তি আমাকে ভয় ভীতি প্রদর্শন করায় ভয়ে আমি সেসময় অভিযোগটি করি। কিন্তু কার্যত আমি নিজের ভোট নিজে দিয়েছি। আমার অভিযোগ মিথ্যা ছিল। ওই কেন্দ্রের ৬নং বুথে কর্মরত পুলিং অফিসার এবং এজেন্টরা স্বাক্ষর করে সংবাদকর্মীদের জানান যে, ওই মেয়ের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা।