আসন্ন ঈদকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় সক্রিয় হতে শুরু করেছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। কারাগারে থাকা পেশাদার ছিনতাইকারীরা জামিনের চেষ্টাও করছেন বলে জানা গেছে।
বিভিন্ন এলাকায় পুলিশও সতর্ক অবস্থায় থেকে ছিনতাইকারীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালাচ্ছে। গ্রেফতার হয়েছে কয়েকজন পেশাদার ছিনতাইকারী। কোতোয়ালী থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে একজন পেশাদার ছিনতাইকারী।
সোমবার (৬ মে) নগরের বায়েজিদ বোস্তামি থানা পুলিশ অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে।
গ্রেফতার তিন ছিনতাইকারী হলো- মো. নুরুল আলম প্রকাশ কালু (৪১), মো. কামাল হোসেন (৩৫) ও মো. জসিম উদ্দিন প্রকাশ জসিম (৩৮)। তাদের কাছ থেকে একটি এলজি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বাংলানিউজকে বলেন, নুরুল আলম প্রকাশ কালু, জসিম উদ্দিন প্রকাশ জসিম ও কামাল হোসেন তিনজনই পেশাদার ছিনতাইকারী। অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে বেড়ায় তারা। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, পুলিশের তৎপরতায় এতদিন তাদের দেখা না গেলেও আসন্ন ঈদকে সামনে রেখে ফের সক্রিয় হচ্ছিল তারা। নুরুল আলম প্রকাশ কালু বায়েজিদ এলাকার ছিনতাইকারীদের গুরু হিসেবে পরিচিত।
৫ মে বাকলিয়া থানা পুলিশ মো. সিরাজ প্রকাশ হৃদয় (১৯) ও মো. ওমর ফারুক প্রকাশ ডিজে ফারুক (১৯) নামে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, মো. সিরাজ প্রকাশ হৃদয় ও মো. ওমর ফারুক প্রকাশ ডিজে ফারুক শাহ আমানত সেতু এলাকায় অন্তত ১৫০ ছিনতাই করেছে। খেলনা পিস্তলের ভয় দেখিয়ে তারা ছিনতাই করে বেড়ায়।
মঙ্গলবার (৭ মে) ভোরে কোতোয়ালী থানার নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার তিনজন হলো- রাব্বী আল আহমদ (২৬), মো. আব্দুল মঈন উদ্দিন প্রকাশ অন্তর (২৪) ও সাইদুর রহমান (১৮)। তাদের কাছ থেকে দুইটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।