নগরের আকবরশাহ এলাকা থেকে অস্ত্র-গুলিসহ মো. হারুন প্রকাশ টেইলার হারুন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৭ মে) সকালে আকবরশাহ থানাধীন মুজিবনগর বড়টেক পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ।
মো. হারুন প্রকাশ টেইলার হারুন নগরের আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকার ফছি আলমের ছেলে।
হারুনের কাছ থেকে তিনটি অস্ত্র, তিন রাউন্ড গুলি, দুইটি কিরিচ এবং অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান মির্জা সায়েম মাহমুদ।
অভিযান পরিচালনাকারী নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাপলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী হারুনকে গ্রেফতার করা হয়েছে। হারুনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও মামলা রয়েছে।
২০১৬ সালে হারুন অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে দেড় বছর কারাগারে ছিলেন বলে তথ্য দেন পরিদর্শক মো. ইলিয়াছ খান।