বিএম ডিপোর ঘটনায় হাত-পা হারানো ৩ জনের দায়িত্ব নিলেন নাছির

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় হাত-পা হারানো তিন যুবকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হলেন, মো. হৃদয় (১৭),মো. হযরত আলী (৩৮) ও মো. মারুফ হোসেন (২৪)।

এসময় হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক্স ওয়ার্ডে গিয়ে মো. হৃদয়, মো. হযরত আলী ও মো. মারুফ হোসেনদের সঙ্গে কথা বলেন আ জ ম নাছির উদ্দিন। তাদের মধ্যে পা হারানো হৃদয়ের কৃত্রিম পা ও কনুই থেকে হাত কেটে ফেলা মো. হযরত আলী ও মো. মারুফ হোসেনের কৃত্রিম হাত সংযোজনের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

আ জ ম নাছির উদ্দীন জানান, সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহতদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাদের সঠিক ও সুষ্ঠু চিকিৎসা সেবা যাতে নিশ্চিত হয় সেজন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ রইল। হাসপাতালে চিকিৎসাধীন হৃদয়ের কৃত্রিম পা, কনুই থেকে হাত কেটে ফেলা মো. হযরত আলী ও মো. মারুফ হোসেনের কৃত্রিম হাত সংযোজনের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।