চবি একাউন্টিং বিভাগের ৫০ বৎসর পূর্তি উৎসব উপলক্ষে উদযাপন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী একাউন্টিং বিভাগের ৫০ বৎসর পূর্তি উৎসব উপলক্ষে বিভাগ কর্তৃক গঠিত উৎসব উদযাপন

কমিটির প্রথম সভা কমিটির আহবায়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর হেলাল উদ্দিন নিজামী’র সভাপতিত্বে ও সদস্য সচিব প্রফেসর ড. মু. আলী আরশাদ চৌধুরী’র সঞ্চালনে কাজীরদেউরীস্থ Friolento restaurant এ অদ্য ১২-০৬-২২ ইং বিকেল ৪.০০ টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় উদযাপন কমিটির যুগ্ম-আহবায়কগণ, সদস্যগণ ছাড়াও সকল উপকমিটির আহবায়ক ও সদস্য সচিবগণ, হিসাব বিজ্ঞান সমিতির সভাপতি প্রঃ ড. সুলতান আহমদ, অনলাইন রেজিষ্ট্রেশন পার্টনার “আগামী ল্যাব” এর কর্ণধার প্র. ড. হানিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নিম্ন সিদ্ধান্ত সমুহ গৃহীত হয়। ১. বিভাগের ৫০ বৎসর পূর্তি উৎসব “সুবর্ণ জয়ন্তী উৎসব, একাউন্টিং বিভাগ” নামে প্রচারিত হবে। ২. অনুষ্ঠানটি আগামী ১৫ অক্টোবর ২০২২ ইং শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে। ৩. অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ছাত্রী পরিবারসহ ও বর্তমান ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। ৪. অনুষ্ঠানটি দু’পর্বে বিভক্ত অনুষ্ঠিত হবে। প্রথম অংশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও শেষাংশ নগরীর নির্ধারিত ক্লাবে অনুষ্ঠিত হবে। ৫. প্রাক্তনদের রেজিষ্ট্রেশন কার্যক্রম অনলাইনে হবে। ৬. রেজিষ্ট্রেশন ফিঃ প্রাক্তন—–১০০০/- টাকা জনপ্রতি পরিবারের সদস্য (স্ত্রী/স্বামী ও সন্তান)–৫০০/- টাকা জনপ্রতি বর্তমান ছাত্র ছাত্রী -৩০০/- টাকা জনপ্রতি ড্রাইভার —২০০/- জনপ্রতি ৭. অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু ও তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য “আগামী ল্যাব” এর সাথে ফোকাল পয়েন্ট দায়িত্ব পালন করবেন রেজিষ্ট্রেশন উপকমিটির সদস্য সচিব প্র. ড. মোরশেদুর রহমান। ৮. প্রত্যেক উপকমিটির আহবায়ক ও সদস্য সচিব নিজ নিজ কমিটির সদস্য নির্বাচন করে উদযাপন কমিটির সদস্য সচিব প্র. ড. মু. আলী আরশাদ চৌধুরী’র হোয়াটসঅ্যাপ নাম্বার 01815664590 তে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। ৯. প্রত্যেক উপকমিটিকে আগামী ০৭ দিনের মধ্যে (১৯/০৬/২২ইং) সম্ভাব্য এক্টিভিটি ও বাজেট উদযাপন কমিটির সদস্য সচিব বরাবর পাঠাতে হবে। ১০. উৎসবের লোগো ও স্লোগান তৈরির জন্য বিভাগের শিক্ষক জনাব মৌরী দে ও শিমুল চক্রবর্তীকে দায়িত্ব দেয়া হয়। চারুকলা বিভাগের শিক্ষক ও বিভাগের সহকর্মীদের সহায়তায় আগামী তিন দিনের মধ্যে (১৫/০৬/২২ ইং) কাজটি শেষ করার সিদ্ধান্ত হয়। ১১. প্রতি মংগলবার উপকমিটি সমুহের সাথে ও প্রতি শনিবার আপডেট মিটিং করার সিদ্ধান্ত হয়। ১২. স্পন্সর, বিজ্ঞাপন, বিল ভাউচার ও কুপন ছাপানোর জন্য উদযাপন কমিটির আহবায়ক, সদস্য সচিব ও প্রধান সমন্বয়ককে দায়িত্ব দেয়া হয়। ১৩. আগামী চার দিনের মধ্যে (১৬/০৬/২২ ইং) দুটি ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। চেক ইস্যুর সুবিধার্থে উদযাপন কমিটির আহবায়ক, সদস্য সচিব ও অর্থ উপকমিটির সদস্য সচিব এর নামে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত হয়। ১৪. প্রত্যেক ব্যাচ থেকে চট্টগ্রাম ও ঢাকা থেকে দুজন করে প্রতিনিধির হোয়াটসঅ্যাপ নাম্বার সহ বিভাগের শিক্ষক জনাব জাহেদুল ইসলামের (01813 179146) নাম্বারে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি ব্যাচ প্রতিনিধিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন এবং সেই গ্রুপে উদযাপন কমিটির আহবায়ক, সদস্যসচিব ও প্রধান সমন্বয়কে অন্তর্ভুক্ত করবেন। ১৫. ফেসবুক পেজ, দৈনিক পত্রিকা ও টিভি মিডিয়ায় নিয়মিত আপডেট প্রচারের জন্য প্রচার উপকমিটির আহবায়ক প্র. ড. ইকবাল হোসেন কে বিশেষ দায়িত্ব দেয়া হয়। ১৬. ঢাকা কমিটিসহ আরো উপকমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে আহবায়ক মহোদয়য়ের ধন্যবাদ বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।