রাউজান হালদা নদীর থেকে আরো একটি মৃত ডলফিন উদ্বার

রাউজান প্রতিনিধিঃ

প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে আরো একটি মৃত ডলফিন উদ্বার করা হয় । গতকাল ১১ জুন শনিবার বিকালে ডলফিন উদ্বার করা হয় । গত ১১ জুন শনিবার বিকালে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া আজিমের ঘাট এলাকায় হালদা নদীতে মৃত ডলফিন ভাসতে দেখে এলাকার লোকজন পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুউদ্দিন আফিকে সংবাদ দেয় । চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ এ বিসয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারকে জানায় । পরে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ও চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ এসে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্বার করেন । মৃত ডলফিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যবরেটরিতে পাঠিয়ে দেয় । হালদা বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন উদ্বার কর ডলফিনটি বাচ্চা । তার দৈর্ঘ ৪৬ ইঞ্চি, ওজন ১২ কেজি ২শত গ্রাম। ডলফিনটি কি কারনে মারা গেছে তা স্পট নয় । গতকাল ১১ জুন শনিবার হালদা নদী থেকে উদ্বার করা ডলফিন সহ ্২০০৭ সাল তেকে এপর্যন্ত ৩৫টি ডলফিন মারা গেছে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, মৃত ডলফিনটি উদ্বার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যবরেটরিতে পাঠিয়ে দেয়া হয়েছে । পরিক্ষার পর বলা যাবে ডলফিনটি কি কারনে মারা গেছে ।