বাঁশখালীতে গুলিতে মোহাম্মদ আমিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
রোববার ( ৫ মে) মধ্যরাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পূর্ব সেন্টার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আমিন ওই এলাকার সৈয়দ আহমদ ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মধ্যরাতে মোহাম্মদ আমিনের বাসায় ডাকাতদল হানা দেয়। একপর্যায়ে তাকে গুলি করে চলে যায় ডাকাতরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মুত্যু হয়।
ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি\G