রাঙ্গুনিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

রাঙ্গুনিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ির হাকিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কে দীর্ঘ এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেলসহ আশেপাশের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী পাহাড়িকা ও রাঙামাটিগামী বিআরটিসি বাস দুটি সড়কের ঠান্ডাছড়ি হাকিমনগর মসজিদের সামনে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী বাস দুটি সড়কের বাঁকে গিয়ে গতি না কমানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়ি দুটির সামনের দিকে দুমড়েমুচড়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল বারেক বলেন, বৃষ্টির মধ্যে হঠাৎ বিকট শব্দে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ চালায়। বাস দুটিতে অন্তত অর্ধশত যাত্রী ছিল। দুই চালকসহ এরমধ্যে অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলসহ আশেপাশের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করি। এই ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে। থানায় মামলা দায়ের হবে।