রাউজানে দ্রুত এগুচ্ছে চার লাইন মহাসড়কের কাজ

শফিউল আলম,রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রাম রাঙ্গামাটি চার লাইন সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে। বসানো হয়েছে সড়কের আইল্যান্ড। উন্নত জনপদের আদলে এ আইল্যান্ডের মাঝে রোপন করা হচ্ছে আরব দেশের খেঁজুর গাছের চারা। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যবস্থাপনায় গত বছর রোপন করা খেঁজুর গাছের চারা বড় হতে শুরু করেছে। চারা গুলো যতই বৃদ্ধি পাচ্ছে ততই দৃষ্টিনন্দন হচ্ছে সড়কের মাঝ পথ। দেশে এই প্রথম ব্যতিক্রম খেঁজুর গাছ রোপনের উদ্যোগ প্রশংসায় পঞ্চমূখ
রাউজানের সাংসদ। তবে স্থানীয় কিছু মানুষ আইল্যান্ড কাঁটা না থাকায় সড়ক পারাপারে অসুবিধার কথা জানিয়েছেন। ইতিমধ্যে সাংসদ মানুষের কথা চিন্তা করে সড়ক দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে কিছু কিছু জায়গায় পায়ে হেটেঁ সড়ক পারাপারের ব্যবস্থা করেছেন। তিনি গুরুত্বপূর্ণ চারটি স্পর্টে ফুট ওভার ব্রীজ নির্মানের পরিকল্পনা নিয়েছেন। গতকাল ৮ জুন বুধবার বিকালে জলিল নগর মাইক্রো বাস ষ্টেশান এলাকায় আইল্যান্ড কেটে ছোট পরিসরে পারাপারের দাবি করেছেন স্থানীয় লোকজন। তারা রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের মাধ্যামে রাউজানের সাংসদের কাছে এই দাবি জানান। এসময় মেয়র সরোজমিনে এলাকার এসে লোকজনের সাথে কথা বলে সাংসদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করবেন বলে আশ্বস্ত করেন। এসময় মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, এলাকার লোকজনের দাবি গ্রহণযোগ্য একটি দাবি। যেখানে সড়ক পারাপারের দাবি করা হয়েছে সেখানের দু’পাশে রয়েছে আবাসিক ভবণ। ভবণ গুলোতে কয়েক হাজার মানুষ বসবাস করছেন। তাই সাংসদের সাথে আলোচনা করে আইল্যান্ড কেটে পারাপারে ব্যবস্থা করা হবে। পরিদর্শন কাছে মেয়রের ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, যুবলীগ নেতা সবুজ দে ভানু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, মোহাম্মদ তারেক, আবাসিক এলাকার লোকজনের মধ্যে উপস্থিত ছিলেন, ফজল কবির, আবুল কালামসহ অর্ধশত লোকজন।