হাটহাজারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ওসমান (৭৮)চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।নিহত ওসমান পৌরসভার উত্তর মিরেরখীল গ্রামের(মুন্সির মসজিদের পূর্ব পার্শ্বে) শারজান আলির বাড়ির মৃত আব্দুল আলির পুত্র।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,শনিবার(১ডিসেম্বর)সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কস্থ হাটহাজারী পৌরসভাধীন মুন্সির মসজিদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখি একটি বেপরোয়া বাস (নং- চট্টমেট্রো জ ১১-০২১৩) ধাক্কা দিলে নিহত ওসমান আলি সিটকে পড়ে।স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেকে রেফার করেন।দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ।