মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যকে (মেম্বার) গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম আব্দুল হালিম (৩০)।
সে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য। বাবু ওই এলাকার আবু তাহেরের পুত্র। রবিবার (৫ মে) সন্ধ্যায় ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, ম্লীলতাহানির অভিযোগে গত ২৪ এপ্রিল ইউপি সদস্য আব্দুল হালিম বাবুর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ (যার নং ১২) দায়ের করেন এক নারী। এরপর থেকে বাবু পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সেকেন্ড অফিসার দীনেশ দাশ গুপ্তের নেতৃত্বে তাকে আটক করা হয়েছে। সোমবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।