দুই ছিনতাইকারী গ্রেফতার

খেলনা পিস্তল ও চাকুর ভয় দেখিয়ে নগরের শাহ আমানত সেতু এলাকায় অন্তত ১৫০টি ছিনতাই করেছে মো. সিরাজ প্রকাশ হৃদয় (১৯) ও মো. ওমর ফারুক প্রকাশ ডিজে ফারুক (১৯) নামে দুই ছিনতাইকারী।

রোববার (৫ মে) তাদের দুইজনকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া মো. সিরাজ প্রকাশ হৃদয়ের বাড়ি লোহাগাড়া উপজেলার ধোপাছড়ি এলাকায় ও মো. ওমর ফারুক প্রকাশ ডিজে ফারুকের বাড়ি বাঁশখালী উপজেলার ভিলেজের পাড়া এলাকায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, মো. সিরাজ প্রকাশ হৃদয় ও মো. ওমর ফারুক প্রকাশ ডিজে ফারুক নামে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

ওসি মো. নেজাম উদ্দিন জানান, শুক্রবার (৩ মে) হেঁটে শাহ আমানত সেতু পার হওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন আবু তারেক (২২) নামে এক শিক্ষার্থী। ছিনতাইয়ে বাধা দেওয়ায় আবু তারেককে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে তারেকের কাছ থেকে ১ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। ছুরিকাঘাতে আহত তারেকের বড় ভাই মো. নেজাম উদ্দিন বাকলিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

ছিনতাই হওয়া ১ হাজার টাকা, একটি মোবাইল সেট, একটি ছুরি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।