মহেশখালীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষ্যে , র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মহেশখালী উপজেলা চত্বর থেকে সকাল ১০ টার সময় র্যালি উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন ।
র্যালিতে উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই , ওসি (তদন্ত) আশিক ইকবাল , মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবেশকর্মী দীলিপ কুমার দাস , মানবাধিকার ও পরিবেশকর্মী সুব্রত দত্ত , বাপা মহেশখালীর সভাপতি মোছাদ্দেক ফারুকী , সহ-সভাপতি মাষ্টার আমিনুল হক , কোহেলিয়া নদী রক্ষা কমিটির আহবায়ক ও মহেশখালী প্রেসক্লাবের সভাপতি Abul Bashar Parvej , বাপা মহেশখালীর সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , যুগ্ন সাধারণ সম্পাদক Alauddin Alo Cox’s, যুগ্ন সাধারণ সম্পাদক এম আজিজ সিকদার , মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সালামত উল্লাহ , মৎস্য প্রতিনিধি সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর মহেশখালী কক্সবাজার জাহাঙ্গীর আলম, সাংবাদিক এম বশির উল্লাহ , পেকুয়ার প্রতিনিধি দেলাওয়ার হোছাইন , ওমর ফারুক বদরী , মোস্তফা কামাল , মাওলানা সৈয়দ কাদের , মিজানুর রহমান , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ , চকরিয়ার প্রতিনিধি ফরহাদ হোছাইন প্রমুখ ।