কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ায় ১১ টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন গত ৫ মাসে সাড়ে ১০ লাখ ইয়াবা উদ্ধার করছে।এঘটনায় ২০৩ টি মামলায় ২৪৮ জন ইয়াবাকারবারীকে গ্রেফতার করেছে বলে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো: কামরান হোসেন বুধবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে উখিয়ায় ১১ টি রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই মাদকবিরোধী ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে ৮ এপিবিএন। তারই ধারাবাহিকতায় ২০২২ সালের প্রথম ৫ মাসে ১০ লক্ষ ৫২ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধারসহ ২০৩ টি মামলায় ২৪৮ জনকে গ্রেফতার করেছে অত্র ব্যাটালিয়ন।
এছাড়াও ভলান্টিয়ার সিস্টেম চালু, ক্লু-লেস মার্ডার কেস ডিটেকশন, সিক্স মার্ডার কেস এর আসামীদের গ্রেফতারসহ উক্ত এলাকায় ৮ এপিবিএন ব্যাপক সাফল্য অর্জন করেছে।
সার্বিক তৎপরতায় ৮ এপিবিএন এর আওতাধীন ক্যাম্পসমূহে শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে।











