তালেবানের সঙ্গে আল কায়েদার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান: জাতিসংঘ

>>টোলো নিউজ জানিয়েছে- ইসলামিক আমিরাত তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে আফগানিস্তানে বিদেশি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি নেই বলে দাবি করেছিল তারা।
রিপোর্টে জাতিসংঘ জানিয়েছে- তাদের কাছে যে তথ্য-প্রমাণ রয়েছে তাতে প্রতীয়মান হয়, আল-কায়েদার তালেবানের অধীনে নিরাপদ আশ্রয় রয়েছে। তাদের কার্মকাণ্ড আগের চেয়ে বেশি স্বাধীনভাবে চলছে।
রিপোর্টে আল কায়েদা প্রধান আইমান আল-জাওয়াহিরি সম্পর্কে বলা হয়েছে- তিনি জীবিত আছেন। আগস্টের পর থেকে আরও ঘন ঘন রেকর্ড বার্তা দিচ্ছেন। গত ফেব্রুয়ারিতেও তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।
উল্লেখ্য, আফগানিস্তানের সশস্ত্রগোষ্ঠী তালেবানের সঙ্গে আল কায়েদার সম্পর্ক দীর্ঘ দিনের। পূর্বে তারা একসঙ্গে কাজ করলেও তালেবান কাবুলের ক্ষমতা দখল করলে সব সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গ ছাড়ার ঘোষণা দেয়। মূলত এর উপর নির্ভর করছে তাদের বৈধতা। কিন্তু তালেবান ঘোষণা দিলেও জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটি জানালো তালেবান এখনো সন্ত্রাসীগোষ্ঠী গুলোর সঙ্গে আতাঁত রেখে চলছে।