উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপহরণকারীরা ফরিদ আলম নামের এক রোহিঙ্গা যুবককে রাত সাড়ে ১০ টার দিকে অপহরণ করে নিয়ে যায়।পরিবারের অভিযোগের ভিত্তিতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে উক্ত রোহিঙ্গা যুবককে উদ্ধার করে।

উদ্ধারকৃত রোহিঙ্গা যুবক হলেন,১৭ নং ক্যাম্পের এ- ব্লক, সাব ব্লক-এইচ/৯০, এর নূর আহম্মদের ছেলে ফরিদ আলম(২৪)।

ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ১৭ নং ক্যাম্পে এ-ব্লক সাব ব্লক-এইচ/৯০ ব্লকের পাশে পাহাড়ি জঙ্গল থেকে
মঙ্গলবার রাত ১ টার দিকে অভিযান চালিয়ে অপহৃত রোহিঙ্গা যুবককে উদ্ধার করে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার)নাইমুল হক পিপিএম জানান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, রাত সাড়ে ১০ টার দিকে সাব মাঝি-সামশুল আলমের ছোট ভাই ফরিদ আলমকে দুষ্কৃতিকারীরা তাদের ঘরের ১০০ গজ দূর হইতে অপহরণ করে নিয়ে যায়। উক্ত সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া এসআই(নিঃ)/১৪০৪০ জাহিদুর রহমান এর নেতৃত্বে অফিসার ফোর্সসহ ১৬ জন এপিবিএন সদস্যদের নিয়ে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে রেখে পালিয়ে যায়।এসময় অপহৃত রোহিঙ্গা যুবক ফরিদ আলমকে ক্যাম্প-১৭, ব্লক-এ, সাব ব্লক-এইচ/৯০, ব্লকের পাশে পাহাড়ি জঙ্গল হইতে রাত ১২.৪৫ ঘটিকার সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধাররকৃত ভিকটিমকে চিকিৎসার জন্য ক্যাম্প-১৭ এমএসএফ হাসপাতালে প্রেরন করা হয়।