টেকনাফে আরো ৩টি ক্লিনিক সিলগালা, দেড় লাখ টাকা জরিমানা

টেকনাফ প্রতিনিধি ::

কক্সবাজারের টেকনাফে স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক হাসপাতাল, ক্লিনিকসমূহের বিরুদ্ধে আজ সোমবার(৩০ মে) দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় ৩টি অবৈধ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান লেদা হেলথ কেয়ার সেন্টার, পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র, নাফ ভিউ মেডিকেল সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে।

এছাড়া মৌচনী সীমান্ত ল্যাব, নাফ সীমান্ত প্যাথলজী ও মেরিন সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক, মডেল থানার এসআই নকীব উল্লাহ, স্যানিটারী ইন্সপেক্টর সোহরাব হোসেনসহ পুলিশ সদস্যরা।

এর আগে গত ২৮ মে শনিবারও টেকনাফে আরো ৩টি অবৈধ ডেলিভারি সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।