এটিএন বাংলার সেলিব্রেটি আড্ডায় চট্টগ্রামের সন্তান পিজিত মহাজন

তরুন প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী পিজিত প্রসেঞ্জিত মহাজন।চট্টগ্রামের ব্যান্ড সংগীতের সাথে বেড়ে উঠা পিজিত ঢাকার মিডিয়া পাড়ায় একের পর এক নতুন গান উপহার দিচ্ছেন,সাথে টিভি প্রোগ্রাম ও স্টেজ কন্সার্ট ও করে যাচ্ছেন নিয়মিত। ইতিমধ্যে তার এক ডজনের ও বেশী মৌলিক গান প্রকাশিত হয়েছে।সামনে প্রকাশের অপেক্ষায় ক্লোজ আপ তারকা সালমা এবং পিজিতের দ্বেত গাম ‘সুজন সখী ,জাতীয় পুরস্কার প্রাপ্ত সুরকার প্লাবন কোরেশীর লেখায় “পাগলী”, রবিউল ইসলাম জীবনের কথায় দ্বৈত রোমান্টিক গান “‘, এনামুল কবির সুজনের লেখায় “দ্বৈত গান,স্নেহাশীষ ঘোষের লেখায় সুন্দর ফোক গান গান সহ আরো দুই ডজন খানেক গান। তাছাড়া পিজিতের সুরেও কাজ করছেন নতুন,পুরাতন অনেক সংগীত শিল্পী, এর মধ্যে উল্লেখযোগ্য একটি গান দুই বাংলার প্রিয় মুখ সংগীতশিল্পী সমরজিৎ রায় পিজিতের সুরে একটি গান গেয়েছেন, গান টি লিখেছেন শেখ নজরুল। পিজিত ইতিমধ্যে গান গেয়েছেন দেশের কিংবদন্তী সংগীত শিল্পী আবিদা সুলতানা,রফিকুল আলম,ফরিদা পারভীন,কিরন চন্দ্র রায়,চন্দনা মজুমদার এবং ফাহমিদা নবীর সাথে দেশের গানে। গত ২৯ মে রাত ১২টায় পিজিত মহাজন ছিলেন দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলায় তার পছন্দের মৌলিক গান ,আপকামিং গান,প্রথম বার প্লে ব্যাক এবং আরো বিভিন্ন বিষয়ে নিয়ে। উপস্তাপনায় ছিলেন উপস্তাপিকা সামিয়া জাহান। অনুস্টান টি পরিচালনা করেছেন নন্দিনী ইসলাম। প্রোগ্রাম টি যারা টিভিতে মিস করেছেন তাদের জন্য এটিএন বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।