ইরানকে ছাড় দেয়ার দিন শেষ: ইসরাইলি প্রধানমন্ত্রী

ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকর্তা হত্যার পেছনে যুক্ত থাকার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফটালি বেনেট। রোববার তিনি বলেন, ইরান তার প্রক্সিদের মাধ্যমে যে হামলা চালিয়ে যাচ্ছে, তার শাস্তি তাদেরকে পেতেই হবে। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।

খবরে বলা হয়, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইরানকে হুঁশিয়ারি দিয়ে ওই বার্তা দেন বেনেট। মন্ত্রীদের তিনি বলেন, আমরা আগেও বলেছি, এখনও বলছি ইরানের ছাড় পাওয়ার দিন শেষ। এর আগে গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ড দলের শীর্ষ কর্মকর্তা হাসান সায়াদ খোদায়ারিকে হত্যা করে দুই অজ্ঞাত মটোরসাইকেল চালক। এসময় খোদায়ারি তার গাড়িতে বসে ছিলেন। এর আগে ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানীকে একই স্টাইলে হত্যা করা হয়েছিল। উভয় হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করা হয়।

নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে জানানো হয় যে, ইসরাইল নিজেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে, তারা এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে। খোদায়ারির হত্যাকাণ্ডের পর ইসরাইলে উচ্চ সতর্কতা দেখা গেছে। দেশটি আশঙ্কা করছিল যে, ইরান এই হত্যাকাণ্ডের বদলা নিতে পারে।

যদিও মন্ত্রিসভার বৈঠকে উল্টো ইরানকে আরও শাসিয়েছেন বেনেট।
তিনি বলেন, বহু বছর ধরে ইরানি শাসকগোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসী আচরণ করে গেছে। এ জন্য তারা এ এলাকার বিভিন্ন সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করেছে। কিন্তু তারা ছিল অক্টোপাসের মাথার মতো। ফলে এতো কিছু করেও ছাড় পেয়ে গেছে ইরান। কিন্তু সেই দিন শেষ। ইরানের ছাড় পেয়ে যাওয়ার দিন পার হয়ে গেছে। যারা সন্ত্রাসীদের অর্থায়ন করবে, অস্ত্র দেবে এবং ইসরাইলে সন্ত্রাসী পাঠাবে তাদেরকে অবশ্যই তার পরিণতি ভোগ করতে হবে।