ভারত থেকে পালিয়ে আসা উখিয়ায় ৭ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি। ভারতের সীমান্ত দিয়ে আবারও পালিয়ে এসে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকালে হেড মাঝির সহযোগিতায় ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ৭ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১/ইস্ট, ব্লক-এফ/১৪, এর আসাদ জামান এর শেড ও ক্যাম্প-১/ওয়েস্ট, এফ/৫ এর আবুল কাশেম শেডে অবস্থান কালে তাদের আটক করে। ভারত থেকে আসা আটককৃত রোহিঙ্গারা হলেন, মুসা আলীর ছেলে সাজান(২২)ও তার স্ত্রী হামিদা বেগম(২১)এবং তাদের ছেলে ইব্রাহিম (৩),ও মোঃ হোসেনের ছেলে মোহাম্মদ তাহির (৩৩)ও তাহিরের দুই মেয়ে সাইমা(৫),রমিনা(২),সৈয়দ হোসেনের ছেলে আনোয়ার কলিম(২৫)। ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, শনিবার সন্ধ্যায় লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন মোবাইল-৭ ডিউটি করাকালে হেড মাঝি মাহমুদুল্লাহ জানায় লম্বাশিয়া ক্যাম্প-১/ইস্ট, ব্লক-এফ/১৪ এর জনৈক আসাদ জামান, এফসিএন-১৪৬১৪৬, ব্লক-এফ/১৪, ক্যাম্প-১/ইস্ট, সাব-মাঝি হামিদ হোসেন-২ এর শেডে ভারত হইতে আসা মিয়ানমারে বাস্ত্যচুত ৭ রোহিঙ্গা অবস্থান করছে মর্মে আমাদের জানান।এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে উক্ত রোহিঙ্গাদের আটক করে সিআইসি‘র মাধ্যমে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্যঃ(২৪ মে) সকাল সাড়ে ৮টার সময় টেকনাফ আলীখালী ২৫নং ক্যাম্প থেকে দুই জন ও বিকাল ৩টার দিকে ভারত থেকে প্রবেশ করা টেকনাফের চাকমারকুল ২১নং ক্যাম্পে একই পরিবারের সাতজনসহ মোট ৯ জন রোহিঙ্গাকে আটক করে আর্মড পুলিশ সদস্যরা।