ফণীর প্রভাবে রাজধানীতে ঝড়ো হাওয়া-বৃষ্টি

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে দোহারের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মার পাড় প্রায় ২৫ ফুট পর্যন্ত ভেঙে গেছে।

মধ্যরাতের পর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার পরই দেশের বিভিন্ন অঞ্চলে দমকা ও ঝড়ো হওয়াসহ শুরু হয় বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত চাঁদপুরে হলেও সকাল ৬টা পর্যন্ত রাজধানীর ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

বৃষ্টির কারণে ঢাকার দোহার এলাকায় পদ্মা নদীর পানি বেড়ে যায়। এছাড়া প্রবল ঢেউয়ের কারণে ভেঙে যায় পদ্মার পাড়ের প্রায় ২৫ ফুট পর্যন্ত। এছাড়া বৃষ্টির কারণে ওই এলাকার মানুষের ফসল নষ্ট হওয়াসহ দুর্ভোগ নেমে আসে জনজীবনে।

একজন বলেন, ফণীর কারণে এখানে প্রচণ্ড বাতাস বইছে এবং প্রচুর ভাঙন হচ্ছে।

বৃষ্টিপাতের কারণে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, কলাবাগানসহ বিভিন্নস্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কে যান চলাচল কমে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব থাকবে আগামীকাল বিকাল পর্যন্ত। সে পর্যন্ত দেশের কোথাও কোথাও বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাবে।