কোর্তোয়া ‘দ্য স্যাভিয়র’

গোটা ম্যাচে দাপট দেখালো লিভারপুল। একের পর এক আক্রমণ শানালেন সালাহ-মানেরা। অলরেডদের সেই ক্ষুরধার আক্রমণের মুখে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান কোর্তোয়া। ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি ভিনিসিয়ুস জুনিয়র পেলেও বার সামলে পাদপ্রদীপের পুরো আলোটাই কেড়েছেন বেলজিয়ান গোলরক্ষক। অসাধারণ সব সেভে রিয়ালকে চতুর্দশ শিরোপা এনে দিয়ে কোর্তোয়ার হুঙ্কার আমিই পার্থক্য গড়ে দিয়েছি। একইসঙ্গে অনন্য কীতি গড়লেন কোর্তোয়া। চ্যাম্পিয়নস লীগ ইতিহাসের মাত্র তৃতীয় গোলরক্ষক হিসেবে হলেন ফাইনালের ম্যাচসেরা।

শনিবার স্তাদ দে ফ্রান্স স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগ ফাইনালে পুরো ম্যাচে ২৪টি শট নেয় লিভারপুল। যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অলরেডদের সবকটি প্রচেষ্টা ব্যর্থ করেন কোর্তোয়া। চ্যাম্পিয়নস লীগের ২০০৩-০৪ মৌসুমের পর যা কোনো গোলরক্ষকের সর্বোচ্চ।

ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে কোর্তোয়া বলেন, ‘আমি সত্যিই খুশি এবং দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত।

সবসময় দলের প্রয়োজনে আমি ছিলাম। বিশ্বসেরা ক্লাবগুলোকে (সেমি ও ফাইনালে) হারিয়েছি আমরা। আজ লিভারপুল অসাধারণ ম্যাচ খেলেছে, কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি, সেটিতেই গোল করেছি। আমি মনে করি, আমি আজ দারুণ একটি ম্যাচ খেলেছি এবং সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
মৌসুম জুড়ে ১৩ ম্যাচে ৬১টি সেভ করেছেন কোর্তোয়া। আর শনিবার রাতে দারুণ নৈপুণ্যে অলিভার কান (২০০২) ও এডউইন ফন ডার সারের (২০০৮) পর তৃতীয় গোলকিপার হিসেবে চ্যাম্পিয়নস লীগ ফাইনালে ম্যাচসেরা হলেন বেলজিয়ান তারকা। কোর্তোয়া বলেন, ‘কয়েক সপ্তাহ ধরেই ভালো একটা অনুভূতি কাজ করছিল। এরপর আজ প্রথম সেভটা করার পরই মনে হয়েছে, আমার চ্যাম্পিয়নস লীগ জেতার ইচ্ছা কোনোকিছুতেই কমবে না।’

২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার আগে চেলসিতে খেলতেন কোর্তোয়া। ব্লুজদের জার্সিদে দুবার প্রিমিয়ার লীগের শিরোপা জেতার অভিজ্ঞতাও রয়েছে তার। তবে ইংল্যান্ডে থাকাকালে প্রাপ্য সম্মান না পাওয়ার অভিযোগ করেছেন তিনি। কোর্তোয়া বলেন, ‘আমি অনেকগুলো টুইট দেখেছি যেখানে বলা হয়েছে, আমি নাকানিচোবানি খাব। ক্যারিয়ারে যত পরিশ্রম করেছি, এরপর অন্তত একটা (চ্যাম্পিয়নস লীগ) ফাইনাল জেতা দরকার ছিল আমার। সেটি আমার নামের ওপর মানুষের সম্মান ফিরিয়ে আনার জন্যও। অসাধারণ মৌসুম কাটানোর পরও অনেকবার শুনেছি যে আমি নাকি অত ভালো নই। বিশেষ করে ইংল্যান্ডে এমনটা হয়েছে।’

এদিকে ফাইনাল খেলার জন্য ভাইয়ের বিয়ে মিস করেছেন কোর্তোয়া। তিনি বলেন, ‘আমার ভাইয়ের জন্য খারাপ লাগছে। ওর কাল বিয়ে কিন্তু আমি সেখানে থাকতে পারছি না। সোমবার আরেকটি সিভিল-ম্যারেজ আছে, সেখানে থাকবো।’