রাউজানের ডাবুয়ায় গৃহহীন এক ব্যবসায়ীর ঘর নির্মানে প্রতিবেশীর বাধা

শফিউল আলম, রাউজান (চট্ট্রগাম ) প্রতিনিধিঃ রাউজানি উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ন্যাটার বাড়ীূর বাসিন্দ্বা অরুন তালুকদার চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ক্ষুদ্র ঔষধের দোকানে ঔষধ বিক্রয় করে পরিবার পরিজনের ব্যায়ভার বহন করেন । অরুন তালুকদার তার এক ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় জীবন যাপন করেন । অরুন তালুকদারের পৈতৃক নিবাস রাউজানের ডাবুয়ায় ঘরটি ভেঙ্গে যাওয়ায় চট্টগ্রাম শহর থেকে বাড়ীতে আসলে পরিবার পরিজন নিয়ে প্রতিবেশীদের ঘরে থাকেন । অরুন তালুকদার তার বসতঘর ভেঙ্গে যাওয়ায় তার মৌরশী সম্পত্তির বসতভিটায় তার প্রাপ্য বসতভিটায় সেমি পাকা করে ঘর নির্মান করার জন্য সেমি পাকা ঘর নির্মান কাঝ শুরু করলে প্রতিবেশী স্বপন তালুকদার বাধা দেয় । স্বপন তালুকদার অরুন তালুকদারকে ঘর নির্মান কাজের বিরুদ্বে রাউজান থানায় অভিযোগ করলে রাউজান থানার পুলিশ অভিযোগের তদন্ত করেন । অরুন তালুকদার বলেন, আমার ও আমার প্রতিবেশী সকলের মৌরশী সম্পত্তি বসতভিটা ভুল বশতঃ সরকারী খাস জমি হিসাবে জরিপ হয় । জরিপ সংশোধনীর জন্য আদালতে মামলা করা হয় । বর্তমানে মামলা চলমান রয়েছে । আমার বসবাসের ঘরটি ভেঙ্গে যাওয়ায় আমি ও আমার পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরীতে ভাড়া বাসায় দিন যাপন করছি । পরিবার পরিজন নিয়ে বাড়ীতে আসলে প্রতিবেশীদের ঘরে থাকতে হয় । আমি আমার পরিবারের সদস্যরা বসবাসের কোন ঘর না থাকায় আমার পৈতৃক বসতভিটায় আমার প্রাপ্য অংশে একটি ছোট আয়তনের সেমি পাকাঘর নির্মান কাজ শুরু করলে আমার জেঠাত ভাই প্রতিবেশী স্বপন তালুকদার আমাকে ঘর নির্মান কাজে বাধা দেওয়ায় ঘর নির্মান কাজ বন্দ্ব হয়ে যায় । আমি ও আমার পরিবারের সদস্যরা বসবাসের জন্য আমার পৈতৃক প্রাপ্য বসতভিটায় ঘর নির্মান করে পরিবার পরিজন নিয়ে বাড়ীতে বসবাস করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি ।