ঝড়ের মুখে পড়ছে বাংলাদেশ, ‘ফণী’ নামে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘর্ণিঝড়কে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সমুদ্র তীরবর্তী উপকূলীয় এলাকায় দফায় দফায় দমকা ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার সকাল থেকে সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রগামী সহাস্রাধিক মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে কর্ণফূলী নদীর পাড়ে অভয় মিত্র ঘাট এলাকায়।
এদিকে ঝড়ের কবলে পড়ে রাঙ্গাবালী ও কলাপাড়ার ৪-৫টি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানান স্থানীয় জেলে ও ব্যবাসয়ীরা। জেলেরা আরো জানায়, বর্তমানে সমুদ্র বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছরে পড়ছে। রাতে সমুদ্র আরো উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত ফনি ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমুহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর সংকেত, চট্টগ্রাম কে ৬ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
জেলেরা জানায়, সাগর উত্তাল হয়ে উঠায় জীবন ও সম্পদ রক্ষার তাগিদে ট্রলার নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই জেলেরা নিরাপদ আশ্রয় ছুটে আসতে শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে অধিকাংশ ট্রলার নিরাপদ আশ্রয়ে চলে আসে।









