
ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় উপকূলের কাছাকাছি এলাকাগুলোতে নানা প্রস্তুতি লক্ষ করা গেছে। এরই মধ্যে এই দুর্যোগের সম্ভাব্য আঘাতের বিষয়ে জনগণকে সতর্ক করে মাইকিং করা হয়েছে। ইতিমধ্যে উপকূলীয় এলাকার সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। সরকার-প্রশাসনের পাশাপাশি এলাকার সচেতন মানুষ এবং বিভিন্ন সংগঠনের উদযোগে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবীদের দল ও মেডিকেল টিম।
ফণীর প্রভাবে পরবর্তী করণীয় ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে উপকূলীয় পতেঙ্গা, হালিশহর ও ডঙ্গাচর এলাকায় আজ বিকেল থেকে রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মানুষ ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে আনতে কাজ শুরু করেন।
এ সময় কথা ডাঙ্গারচর এলাকায় হয় একজন সেচ্চাসেবী সিরাজুল ইসলাম হৃদয়ের সাথে তিনি জানান তারা দলবেধে কাজ করছেন। যে কোন ধরনের সমস্যা মোকাবেলা করে আমরা স্খানীয়দের নিরাপদে সরিয়ে নেব।









