‘ফণী’: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি ফ্লাইট বাতিল

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (০৩ মে) বিমানের ঢাকা-যশোর বিজি ৪৬৭ ও যশোর-ঢাকা বিজি ৪৬৮ ফ্লাইট দু’টি বাতিল করা হয়। এছাড়াও বিমানের শনিবারের (০৪ মে) ঢাকা-কলকাতার সকালের বিজি ০৯৫ ফ্লাইট বিলম্ব হবে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (০৩ মে) স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ উড়িষ্যার পুরিতে ঘণ্টায় প্রায় দুইশ’ কিলোমিটার বাতাসের গতিবেগে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’। এর ব্যাপকতা বিস্তৃত পার্শ্ববর্তী অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু পর্যন্ত। হুমকির মুখে রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকাও। এরইমধ্যে উড়িষ্যায় ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।