এর আগে ‘নোটবুক’ অভিনেতা জহির ইকবালের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল সোনাক্ষির। তবে ওই গুঞ্জন নিয়ে ইন্ডিয়া টুডেকে জহির বলেছিলেন, ‘এত বাড়াবাড়ি হয়েছে যে আমি আর পাত্তা দিই না। যদি আপনার মনে হয়, তাহলে ভাবতে থাকুন। এটা আপনার জন্য ভালো। আমি ওর সঙ্গে আছি—এটি যদি আপনাকে আনন্দ দেয়, তাহলে তা আপনার জন্য ভালো। আর এটি যদি আপনাকে হতাশ করে, তাহলে আমি দুঃখিত। ভাবা বন্ধ করুন।’
অন্যদিকে বোম্বে টাইমসকে সোনাক্ষি সিনহা বলেন, ‘জহির আমার অন্যতম সেরা বন্ধু। এই খবর দেখে আমরা খুব হেসেছি, কারণ এটি হাসার মতোই খবর।’
সোনাক্ষি আরও বলেছিলেন, অভিনেতা হিসেবে জহিরকে প্রশংসা করেন তিনি। জহির খুব মেধাবী











