বিশ্ব শান্তি সুরক্ষায় গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ

আমাদের সময়ে এবং ইতিহাসে বর্তমান বিশ্বে যে পরিবর্তনগুলো প্রকাশ পাচ্ছে, তা আগে কখনও ঘটেনি। এ থেকে যেসব চ্যালেঞ্জ সামনে আসছে, তা মানবিক দিক দিয়ে গুরুত্ব সহকারে নেয়া উচিত। এই মুহূর্তে বিশ্বে শান্তি ও উন্নয়নের জন্য প্রেসিডেন্ট শি জিনপিং বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্স ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘রাইজিং চ্যালেঞ্জেস অ্যান্ড বিল্ডিং এ ব্রাইট ফিউচার থ্রু কোঅপারেশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং প্রথমবারের মতো প্রস্তাব করেছেন গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই)। আমাদের সময়ের প্রশ্নের সুস্পষ্ট উত্তর আছে এই গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভে। এর মধ্যে আছে কি ধরনের নিরাপত্তা ধারণা প্রয়োজন বিশ্বের এবং কীভাবে বিভিন্ন দেশ অভিন্ন নিরাপত্তা অর্জন করতে পারে। এতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশ্ব শান্তি ও উন্নয়ন বিষয়ক উদ্বেগ, তার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং একটি প্রধান দেশের সরকারপ্রধান হিসেবে তার নেতৃত্ব সম্পূর্ণরূপে ফুটে উঠেছে। শান্তিতে যে ঘাতটি আছে মানবজাতির জন্য, তা মোকাবিলায় চীনের প্রজ্ঞা বা প্রচেষ্টার বিষয় তুলে ধরা হয়েছে এতে। একই সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জে চীনের সমাধানের বিষয়টিও তুলে ধরে।

এক. আমাদের সময়ে জিএসআই-এর প্রাকটিক্যাল গুরুত্ব ও এর মূল্য গভীরভাবে অনুধাবন করা

বিশ্ব শান্তি বজায় রাখতে, সংঘাত ও যুদ্ধ প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপের প্রয়োজন মেটাতে প্রস্তাব করা হয়েছে এই বড় ইনিশিয়েটিভ বা উদ্যোগ। এখনও মহামারীর ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি মানবতা এবং ইউক্রেন সংকট এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচলিত ও অপ্রচলিত নানা রকম নিরাপত্তা হুমকির প্রকোপ বাড়ছে