মূল জেটির বাইরে প্রথমবারের মতো কনটেইনার নামানো হলো

রাত ৮টা। এমভি হাইয়ান সিটি জাহাজের নিজস্ব গিয়ারের সাহায্যে নামানো হলো ৪০ ফুট লম্বা একটি কনটেইনার।

এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের ১৩৫ বছরের ইতিহাসে নতুন একটি সোনালি অধ্যায় যুক্ত হলো।
চট্টগ্রাম বন্দরের প্রথম জিসিবি, সিসিটি ও এনসিটির বাইরে জোয়ার-ভাটা নির্ভর কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে একটি বেসরকারি জেটিতে কনটেইনার আনলোড করা হলো। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর এবং দেশ এক নতুন ইতিহাসের সাক্ষী হয়ে গেল।

বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, বন্দরের মূল জেটির বাইরে প্রথমবারের মতো একটি জাহাজের কনটেইনার নামানো হচ্ছে। এটি নতুন একটি ইতিহাস।

এর আগে ওই জেটিতে বন্দরের ১টি ১৬ টন ক্ষমতাসম্পন্ন ফর্ক লিফট, ৮টি স্প্রেডার, ৪টি ট্রেইলার, বার্থ অপারেটরের লজিস্টিকস সাপোর্টসহ যন্ত্রপাতির বহর ওই জেটিতে পাঠানো হয়

তিনি জানান, নিরাপদে যত দ্রুত সম্ভব কনটেইনারগুলো আনলোড করা হবে।