আজভস্টালে অভিযানে রুশ সেনারা

ইউক্রেনের মারিউপোলের আজভস্টালে রুশ সেনারা অভিযান শুরু করেছে। আজভ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডারের বরাতে এই খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস—এপি।

আজভ সাগরের তীরে মারিউপোলের আজভস্টাল ইউক্রেনের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১১ বর্গকিলোমিটারের ওই স্টিলপ্ল্যান্ট এলাকাটি শহরের ভেতরে আরেক শহর বলে পরিচিত।

আজভ কমান্ডার সিয়াতোস্লাভ পালামার এপিকে বলেন, ‘হ্যাঁ, আজভস্টাল স্টিল প্লান্টে রুশ সেনারা অভিযান চালানো শুরু করেছে। এর আগে এখানে রুশ হামলার বিষয়ে ইউক্রেনের সংবাদমাধ্যম যে খবর দিয়েছে সেটি সত্য খবর।’

এপির বরাতে আল জাজিরা বলেছে, আজভস্টালে রুশ সেনারা বিমান, ট্যাংক, কামানসহ যুদ্ধের সব ভারী অস্ত্রই নিয়ে এসেছে। তারা সেখানে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে। রুশ সেনাদের হামলায় মাটির নিচে বাংকারে আশ্রয় নেওয়া দুজন বেসামরিক নারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে মারিউপোলের টহল পুলিশের প্রধান মিকাইলো ভারসিনিন ইউক্রেনের একটি টেলিভেশনে জানান, রুশ সেনারা বিভিন্ন দিক থেকে আজভস্টালে হামলা চালানো শুরু করেছে। তার বরাতে ইউক্রেনের সংবাদমাধ্যম সেবিষয়ে খবর প্রচারের মধ্যে বার্তা সংস্থা তা নিশ্চিত করল।