অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিকভাবে আসন্ন ঈদুল ফিতর ও শাওয়াল মাসের প্রথম দিনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২ মে দেশটিতে ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের প্রথম দিন গণনা শুরু হবে। সেইসঙ্গে একই দিন মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের সদস্য এবং স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনার পর গতকাল বৃহস্পতিবার, ২৮ এপ্রিল এই ঘোষণা দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিকভাবে আসন্ন ঈদুল ফিতর ও শাওয়াল মাসের প্রথম দিনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২ মে দেশটিতে ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের প্রথম দিন গণনা শুরু হবে। সেইসঙ্গে একই দিন মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, ছবি- খালিজ টাইমস
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের সদস্য এবং স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনার পর গতকাল বৃহস্পতিবার, ২৮ এপ্রিল এই ঘোষণা দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে দেশটির মুসলমান সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের আলোচনা এবং স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের পরামর্শ সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে—
অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের ঘোষণা, সূত্র- খালিজ টাইমস
অস্ট্রেলিয়ায় বসবাসকারী মুসলমানদের জন্য ১৪৪৩ হিজরির রমজান মাসের শেষ দিন হবে আগামী ১ মে রোববার।
পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২ মে সোমবার এবং একই দিন থেকে ১৪৪৩ হিজরির শাওয়াল মাসের দিন গণনা শুরু হবে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহ আপনাদের রোজা এবং রমজান মাসের ইবাদত-বন্দেগী কবুল করুন। ঈদ মুবারক।











