নৌবাহিনীকে ৫টি মেটালশার্ক বোট প্রদান করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ নৌবাহিনীকে ৫টি মেটালশার্ক বোট প্রদান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সমুদ্র সীমানকে সুরক্ষিত রাখতে ও একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ লক্ষ্য অর্জনে সাহায্য করবে এই বোটগুলো।
দূতাবাসের অফিসিয়াল টুইটারে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহরের রিয়াল এডমিরাল টিনথ্রি’র সঙ্গে ডিসিএম জোয়েল রেইফম্যান এ বোট প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন।
উল্লেখ্য, অ্যালমুনিয়ামে তৈরি এই বোটগুলো গ্র্যাভোয়েস অ্যালমুনিয়াম বোট নামে এক মার্কিন কোম্পানি তৈরি করে। ২০১৬ সালে এই কোম্পানি এই ধরনের কয়েক হাজার বোট তৈরি করে।