কাপ্তাইয়ে অবৈধ কাঠসহ ৩ জন আটক

কাপ্তাই প্রতিনিধি কাপ্তাই থেকে সিএনজি যোগে অবৈধভাবে পাচারকালে ৩ পিস গোলকাঠসহ কাঠ পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে কাপ্তাই বন বিভাগ। শনিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টার সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগের একটি দল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের রিসিপশন গেইট এলাকা থেকে সন্দেহজনক একটি অনটেষ্ট সিএনজি আটক করে। পরে সিএনজি তল্লাশি করে ৩ পিস গোলকাঠ উদ্ধার ও কাঠ পাচারে সহায়তা করায় সিএনজি চালকসহ তিন ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো- তাজুল ইসলাম(৩০), মোঃ ইব্রাহিম (২০) ও মোঃ শাহাদাত হোসেন(৩০)। তারা সকলেই কাপ্তাই প্রজেক্ট এলাকার বাংলা কলোনির বাসিন্দা বলে জানা গেছে। জব্দকৃত অবৈধ সেগুন কাঠ, সিএনজি ও আটক ব্যক্তিদের কর্ণফুলী রেঞ্জ কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে। রেঞ্জ কর্মকর্তা জানান, আটককৃতদের বিরোদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।