চট্টগ্রাম অঞ্চলের কাওয়াল ও মরমী শিল্পীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট-এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম অঞ্চলের কাওয়াল ও মরমী শিল্পীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত। শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট (এস জেড এইচ এম ট্রাস্ট)-এর ব্যবস্থাপনায় ‘চট্টগ্রাম অঞ্চলের কাওয়াল ও মরমী শিল্পী’দের সম্মানে ইফতার মাহফিল আজ বা’দ আসর নগরের চান্দগাঁও বাস টার্মিনাল সংযোগ সড়ক ‘ডিউ উদয়ন’ ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন সাংস্কৃতিক সংগঠন ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’র প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট মরমী শিল্পী সৈয়দ জাবের সরওয়ারের সঞ্চালনায় মাহফিলে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন- বায়জিদ শান্তিনগর জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, না’তিয়া পরিবেশন করেন মরমী শিল্পী মোহাম্মদ জসিম নিজামী এবং শানে মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সৈয়দ আবু সালেহ কাওয়াল। মাহফিলে চট্টগ্রামের বিভিন্ন এলাকার কাওয়াল ও মরমী শিল্পীগণ অংশগ্রহণ করেন। এতে দিক-নির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য রাখেন, ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মরমী গবেষক মাওলানা গোলাম মোহাম্মদ শায়েস্তা খান আজহারী, বিশিষ্ট কাওয়াল মোহাম্মদ হান্নান হোসাইনী, সৈয়দ আবু সালেহ কাওয়াল, মাওলানা এস এম শোবাইর কাওয়াল ও আরিফুল হক সিফাত (সিফাত আমিরী)। আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম ও কর্মকর্তাবৃন্দ।