মারিউপোলে মানবিক করিডোর নিয়ে রাশিয়ার সঙ্গে প্রাথমিকভাবে সমঝোতায় পৌঁছেছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক তার ফেসবুক একাউন্ট থেকে বিষয়টি জানিয়েছেন। অবরুদ্ধ শহরটি থেকে নারী, শিশু ও বৃদ্ধদের বের করে আনতে এই মানবিক করিডোর চালু করা হচ্ছে। এ খবর দিয়েছে বিবিসি।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম থেকেই মারিউপোল ছিল সংঘাতের প্রধান কেন্দ্রগুলোর একটি। দীর্ঘদিন শহরটিকে অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী।
এমনকি এর আসেপাশের সকল এলাকাই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক সংকট। খাবার, পানি ও ওষুধের অভাবে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে।
আটকে পড়াদের কাছে খাবার পৌছাতে এবং তাদের উদ্ধার করতে মানবিক করিডোরের প্রস্তাব নিয়ে কথা হচ্ছিল গত কয়েক দিন ধরেই। অবশেষে এ বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।
যদিও এর আগেও একাধিকবার শহরটিতে মানবিক করিডোর চালু করা হয়েছিল। কিন্তু উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস এবং সহিংস ঘটনায় সেগুলো খুব বেশি কার্যকর হতে পারেনি। ইউক্রেনের অভিযোগ রুশ সেনারা বাসিন্দাদের বের করার বাসগুলোকে আটকে দিয়েছে। তাছাড়া, দেশটির বাসিন্দাদের জোর করে রাশিয়া ও রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।










