শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিক হোন

শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভায় মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষার্থীদের পাঠাদানে আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন কর্পোরেশন প্রতিবছর শিক্ষাখাতে প্রচুর টাকা ভুর্তুকি প্রদান করে আসছে। কর্পোরেশন পরিচালিত শিক্ষকদের বেতন ভাতাও ক্ষেত্রবিশেষে চসিক এর একজন কর্মকর্তার চাইতে বেশি। কাজেই এতো ভুর্তুকি ও সুযোগসুবিধা দেয়ার পরও কর্পোরেশন পরিচালিত শিক্ষার্থীরা যদি ভালো ফলাফল না করে তাহলে তা হবে দুঃখজনক। মেয়র আজ কর্পোরেশন পরিচালিত ছটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির দ্বিতীয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। যে ছটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সে গুলো হলো কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ, কেবি দোভাস সিটি কর্পোরেশন স্কুল, কুসুমকুমারী ও কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, পোস্তারপাড় আসমাখাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।
সভায় প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমাসহ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এতে শিক্ষক-কর্মচারী স্বল্পতা,শ্রেণি কক্ষের সংকট ও বিনাবেতনে শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে মেয়রকে অবহিত করা হয় ।