শাটলে পাথর নিক্ষেপে এক সপ্তাহে ৮ শিক্ষার্থী আহত, অভিযান চালিয়েছে চবি প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বহিরাগতদের পাথর নিক্ষেপে গত এক সপ্তাহে ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপদ ট্রেন যাত্রা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৯ এপ্রিল) সকালে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া ৯টা ২০ মিনিটের ট্রেনে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম।

ড. শহিদুল ইসলাম বলেন, চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় প্রায় প্রতিদিনই শিক্ষার্থীরা আহত হচ্ছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে বেশ কয়েকবার এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আমরা শাটলে অভিযান চালিয়েছি। বহিরাগত যারা ট্রেনে উঠেছে তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

এর আগে ৮ এপ্রিল রাতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হন। এদিন রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাথর নিক্ষেপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্মারকলিপি দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। বিষয়টি আমলে নিয়ে শনিবার শাটলে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।