নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর চাকতাই আশ্রাফ আলী রোড পূরবী সিনেমা পাশে একটি সুতার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।শুক্রবার বিকাল ৫টার দিকে এ আগুনের সুত্রপাত হয়।
ফায়ার সাভির্সের ৫টি ইউনিটের ১৪টি গাড়ি আগুন নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছে। আগুনে সমিরণ বড়ুয়ার মালিকানাধীন মাছ ধরার জাল থেরীর গোড়াউনের প্রায় কোটি টাকার জাল ও জাল তৈরীর লাইলেনের রশি পুড়ে গেছে।
এছাড়া পাশ্ববর্তি পূরবী সিনেমা হলেও আগুন লেগেছে। সিনেমা হলেও ভীতরে আসবাবপত্রও পুড়ে গেছে। তবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে কেউ জানাতে পারেনি।
ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাথরঘাটা পূরবী সিনেমার কাছে একটি সুতার গোডাউনের আগুন লাগার খবর পেয়ে নগরীর চন্দনপুরা,আগ্রবাদ নন্দনকানন, লামা বাজার, বন্দর ইউনিট থেকে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি গিয়ে আগুন নির্বাপণের চেষ্টা করছে।
স্থানীয় পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিল বালি জানান, আজ শুক্রবার চাক্তাই এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে আমরা বলতে পারছি না। আমি আরো ফায়ার সার্ভিস আনার জন্য অনুরোধ করছি।