ভোটাভুটির ফল না মানার আভাস দিলেন ইমরান খান

পাকিস্তানকে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে দেশটির জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তুলেছে বিরোধী দলগুলো। রবিবার অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ওই ভোটাভুটির ঠিক আগের দিন (শনিবার) ইমরান খান আভাস দিয়েছেন যে, তাকে ‘ক্ষমতাচ্যুত করার এমন ভোটাভুটি’ তিনি গ্রহণ নাও করতে পারেন৷ এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্র দ্বারা সাজানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়ে জানায়- ইমরান খান তার কার্যালয়ে একদল নির্বাচিত বিদেশী সাংবাদিকদের বলেন, “যখন পুরো প্রক্রিয়াটিকে অসম্মানিত করা হয় তখন আমি কীভাবে এর ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক কর্তৃত্বের উপর কাজ করে – এই যোগসাজশের পরে কোন নৈতিক কর্তৃত্ব কি অবশিষ্ট আছে?” তিনি এটিকে “সরকার পরিবর্তনের” প্রচেষ্টা উল্লেখ করে বলেন, “আমাকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপটির মানে হলো যুক্তরাষ্ট্র কর্তৃক (পাকিস্তানের) অভ্যন্তরীণ রাজনীতিতে স্পষ্ট হস্তক্ষেপ করা।”