চবি একাউন্টটিং কমিউনিকেশন ক্লাব(এসিসি) এর নতুন কমিটি ঘোষিত

ঘোষিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগের একাউন্টটিং কমিউনিকেশন ক্লাব(এসিসি) এর নতুন কমিটি।

শনিবার (২রা এপ্রিল) চট্টগ্রাম নগরীর চিটাগং ডাইন রেস্তোরাঁয় এসিসি ক্লাবের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন সভাপতি সৈয়দ মুসতফা মুতমায়ীন, উপ-সভাপতি মো. আবিদ হাসান ও জয়ন্তী ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক সায়মা বেগম নির্বাচিত হয়েছেন। আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। এছাড়াও হিসাববিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকগণের পাশাপাশি চবির বিদ্যমান বিভিন্ন ক্লাব সমূহের সদস্যরাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের অপরিসীম গুরুত্বের কথা বর্ণনা করেন এবং এই বিষয়ে শিক্ষার্থীদের আরো যত্নবান হতে উৎসাহিত করেন। মোট ১২ জন সদস্য নিয়ে এবারের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হল অর্গানাইজিং সেক্রেটারি ইবনে আরমান,সহকারী অর্গানাইজিং সেক্রেটারি মেহেরাজ হোসেন মুরাদ,ফাইন্যান্স সেক্রেটারি সানজিদা আকতার,সহকারী ফাইন্যান্স সেক্রেটারি তামান্না সুলতানা,পাব্লিক রিলেশন সেক্রেটারি নুযহাত জাহান নাবিলা,সহকারী পাব্লিক রিলেশন সেক্রেটারি আবু রায়হান আশিক,রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি সাকিব আল ফাহাদ,সহকারী রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি ফুয়াদ আরশাদ। ২০১৩ সালে যাত্রা শুরু করা চবির হিসাববিজ্ঞান ডিপার্টমেন্টের ক্লাবটি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। নিজেদের দক্ষতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে।