চবি বাংলা বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নবীন বরণ-২০২৫ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বিভাগ। এ বিভাগের অনেক গুণী শিক্ষক রয়েছেন, যারা দেশব্যাপী প্রসিদ্ধ। তাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এজন্য দরকার গবেষণা ও একাডেমিক কার্যক্রমে মনোনিবেশ করা। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের যৌথভাবে গবেষণা করার আহ্বান জানান।

উপাচার্য বলেন, বাংলা সাহিত্য পড়তে পারা একটি গৌরবের ব্যাপার। তবে বাংলা সাহিত্য পড়া, চর্চা করার মধ্যে দায়বদ্ধতা রয়েছে। নিজেদের লেখার মধ্যে সমকালীন প্রতিফলন ঘটতে হবে। একপেশে হয়ে লিখলে হবে না। সমাজের আসল চিত্র লেখনী শক্তির মাধ্যমে তুলে ধরতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান নবীনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে সুবর্ণ সুযোগ পেয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। তোমরা মনোযোগ, অধ্যবসায় ও সৃজনশীলতা দিয়ে নিজেদের প্রস্তুত করো। সামনে ওবি কারিকুলামে পড়াশোনা কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর সব বিভাগে গিয়েছি, কোন বিভাগের কি সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করেছি। বর্তমানে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানান তিনি।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ একটি বিভাগ। বাংলা ভাষা ও বাংলা সাহিত্য ভালোভাবে জানার জন্য, বুঝার জন্য এ বিভাগের গুরুত্ব অপরিসীম। তিনি বাংলা ভাষার গুরুত্ব ও মহত্ত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ। এসময় আরও বক্তব্য বিভাগের বরিষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।