‘মিনি পাকিস্তান’ বাঁশখালির কলংক অপনোদনে নির্মূল কমিটি ভূমিকা রাখবে

সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সভায় শওকত বাঙালি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাঁশখালী উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে ২ এপ্রিল, শনিবার, সকাল ১১টায় স্থানীয় সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেছেন, মিনি পাকিস্তান হিসেবে চিহ্নিত ও কলংকিত বাঁশখালিকে মুক্তিযুদ্ধের পক্ষের ঘাঁটি বানাতে এবং কলংক অপনোদনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে। তরুণদের নব মুক্তিযুদ্ধের অভিযাত্রায় অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। তরুণদের দায়িত্ব নিতে দিতে হবে দেশমাতৃকাকে কলংকমুক্ত করতে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত নির্মূল কমিটির দুর্বার আন্দোলন তৃণমূলে প্রতিষ্ঠার আহবান জানান তিনি। বাঁশখালী দুদক সভাপতি, সমাজসেবক ও নবগঠিত কমিটির আহবায়ক কর আইনজীবী লায়ন শেখর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক শওকত বাঙালি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সাবেক ছাত্রনেতা ও নবগঠিত কমিটির সদস্য সচিব আজমীরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা কার্যকরী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ অলিদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াজেদ সিদ্দিকী, সংগঠনের জেলা যুগ্ম-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সাহাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম বদি, সাদ্দাম হোসাইন সায়েম, সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সদস্য রকিব হাসান, নবগঠিত কমিটির সদস্য নন্দন শীল, জামশেদুল ইসলাম চৌধুরী, তাজুল ইসলাম, সোহান উদ্দিন, ইভান আহমেদ রাহাত, আসিফ আব্দুল্লাহ, মোঃ জাহেদ, পারভেজ মোশারফ, আম্মারুল হক তামিম, তারেক ইসলাম, সাইদুল ইসলাম সায়েম, মুরাদুল ইসলাম, মোঃ রাশেদ, শহিদুল ইসলাম, কামরুল মিন্টু প্রমুখ। ক্যাপশান: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বাঁশখালি শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা সাংবাদিক শওকত বাঙালি।